
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডে এসকেডি ইনোভেশন নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে দিকে কারখানার সেক্টর-১ আউটডোরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের আটটি গাড়ি প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মান্নান ও সহকারি পরিচালক জসীম উদ্দীন পূর্বকোণকে বলেন, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।