
ঝুলন দত্ত কাপ্তাই
কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৪৩তম জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ আগস্ট) বিকাল ৩টায় ইউনিয়ন সভাপতি সাগর চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পদাক মহি উদ্দিন পাটোয়ারী বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মফিজুল হক। শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মং মারমা, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষকলীগ সহসভাপতি সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, স্বেচ্চছাসেবকলীগ সম্পাদক একরাম হোসেন, বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা আব্দুল ওহাব, মীর মহসীন উল হক, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবির রাসেল, যুবলীগ সম্পাদক মো. ফরিদ, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মো. ইলিয়াছ, শ্রমিক লীগ সম্পাদক মো. জাকির হোসেনসহ জেলা, উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আগামীতে পার্বত্য জেলার অহংকার দীপংকর তালুকদারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। পরে দোয়া ও মুনাজাত করেন মাওলানা মো. ইসমাইল হোসেন। #