বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হাইকোর্ট গেট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে বিএনপির দলীয় সূত্রে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর মৎস ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন হাইকোর্টের বিএনপিপন্থি আইনজীবীরা। তারা বলছেন, সুপ্রিম কোর্ট থেকে বার কাউন্সিলের পাশের গেট দিয়ে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।