
কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নের ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি( কুতুবী) শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান স্বীকৃতি স্বরুপ স্বাধীন বাংলার এ্যাওয়ার্ড -২০১৯ মনোনীত হয়েছেন। তিনি কক্সবাজার জেলায় কুতুবদিয়া উপজেলাধীন বড়খোপ ইউনিয়নের বড়খোপ গ্রামের আব্দুল করিমের ছেলে। কাপ্তাইয়ে একটি বেসরকারী স্বীকৃতিভুক্ত ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যলয়ের পাহাড়ের শিক্ষা বিস্তারের প্রচেষ্টায় শিক্ষকতা পেশায় দীর্ঘ যাবৎ কাজ করে যাচ্ছেন। তথ্যসুত্রে জানা যায় – তিনি গত ২৩ই নভেম্বর ২০১৯ উপমহাদেশের শিক্ষা বিস্তারের বিশেষ ভূমিকা হিসেবে কাপ্তাই উপজেলা হতে “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০১৯” ভুষিত হয়েছেন।
স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) এর উদ্যোগে আগামী ৭ই ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কচি-কাচার মিলয়নাতনে মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা ৪৯ বছর আমাদের প্রত্যশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি শামসুল হুদা, চেয়ারম্যার, বাংলাদেশ গণতদন্ত কমিশন এর কাছ থেকে মনোনীত স্বাধীন বাংলার এ্যাওয়ার্ড -২০১৯ গ্রহণ করবেন। পাহাড়ের শিক্ষা বিস্তারের অবদানের সম্মাননা স্বরুপ এমন এ্যাওয়ার্ড অর্জন করায় প্রধান শিক্ষককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র ও কাপ্তাই ফ্রেন্ড’স সার্কেল ক্লাব এর প্রতিষ্ঠাতা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম মানবিক সোসাইটি এর প্রধান মুখপাত্র সাংবাদিক বিশু তনচংগ্যা। এই বিষয়ে তিনি আজকের কর্ণফুলীকে জানান- আমাদের প্রিয় স্যার সম্মাননা স্বরুপ এমন এ্যাওয়ার্ড অর্জন করায় আমরা সকলেই আনন্দিত। তিনি আরো জানান- এই বিদ্যালয়টি আজ প্রতিষ্ঠার ২৫ বছর পরেও এখনো এমপিওভুক্ত হয়নি। গেলো কিছুদিন আগে মাননীয় প্রধান মন্ত্রী ২৭০০ বিদ্যালয়কে জাতীয়করন ঘোষনা করলেও এই বিদ্যালয়ের নাম আসেনি। জেএসসি ফলাফলের অর্জনের ক্ষেত্রেও কাপ্তাইয়ে অন্য বিদ্যালয় চাইতে অনেকটা এগিয়ে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করে ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যলয়ের এমপিওভুক্ত করনের জন্য অনুরোধ জানান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমর তনচংগ্যা(কার্বারী) জানান আমরা খুবই আনন্দিত যে আমাদের বিদ্যালয় এমন সম্মাননা অর্জন করেছে। তার সাথে তিনিে এই পরিচালনার কমিটি পক্ষ থেকে এই বিদ্যালয়কে এমপিও ভুক্ত করনে দাবি জানান।
প্রধান শিক্ষক ওসমান গণি কুতুবী আজকের কর্ণফুলী কে জানান- আমি ১৯৯৪ খ্রিঃ হতে অধ্যবদি পর্যন্ত পেশাগতভাবে দুর্গম পাহাড়ের শিক্ষা বিস্তারের জন্য কাজ করে যাচ্ছি। আমরা সার্বক্ষনিক চেষ্টায় আসি যে, আমাদের বিদ্যালয়কে কিভাবে এগিয়ে নেওয়া যায়। বিদলয়ের এমপিও ভুক্ত বিষয়ে তিনি সবার সহযোগীতা ও প্রধানমন্ত্রীর সু- দৃষ্টি কামনা করেন। ।