মহেশপুর সিমান্তে বিএসএফের গুলিতে নিহত রহিমের লাশ ২২ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর।

নিজস্ব প্রতিবেদক

শহিদুল ইসলাম মহেশপুরঃ

গত ১ নভেম্বর ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির বাউলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাশেম বক্স মণ্ডলের ছেলে রহিম বক্স মন্ডল ভারতের বিএসএফের গুলিতে নিহত হয়। মরা দেহটি ২৪ নভেম্বর রাত ৯ টার সময় ভারত ও বাংলাদেশের যৌথ সমন্বয়ে পতাকা বৈঠকের মধ্য দিয়ে, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাঙ্গা কোম্পানি কমান্ডার আব্দুল আজিজ এবং ভারতীয় বিএসএফ কম্পানী কমান্ডারের পক্ষে নেতৃত্ব দেন অনিল কুমার। লাশটি ঐ রাত্রেই বাউলী গ্রামের মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত