কাপ্তাই মাদক সহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত বৃহস্পতিবার(২৮ নভেম্বর) রাতে কাপ্তাই লগগেইট এলাকা হতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওইদিন রাতে পাচারকালীন সময় কাপ্তাই লগ গেইট এলাকা থেকে মোঃ সুরুজ মিয়া (৩৭), পিতা-মৃত আবুল কাশেম, সাং-আসামবস্তি, থানা কোতয়ালী,জেলা- রাঙামাটি নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়েছে। সে চোলাই মদ গুলি পাচার করার প্রস্তুতি নিচ্ছিল। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত