শেরপুরে শিশু ধর্ষণ মামলার আসামি হাবিবুল্লাহ ৩৫ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

শরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মধুটিলা ইকোপার্কের জঙ্গলের ভেতর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী (১১) সংখ্যালঘু সম্প্রদায়ের এক কন্যা শিশুর ধর্ষককে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
ময়মনসিংহ শহরের টাউন হল মোড় এলাকা থেকে র‌্যাব-১৪ এর একটি অভিযানিক দল ৩০ নভেম্বর বিকাল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুল্লাহ (৩৫) দুই সন্তানের জনক এবং নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের মোহাম্মাদ উল্লাহ ওরফে লালা মিয়ার ছেলে। গত ২৪ নভেম্বর রবিবার পিইসি পরীক্ষার শেষ দিন পরীক্ষা শেষে অভিযুক্ত হাবিবুল্লাহ সংখ্যালঘু পরিবারের ওই কন্যাশিশুকে সমাপনী পরীক্ষা শেষে মধুটিলা ইকোপার্কে বেড়ানোর কথা বলে ধর্ষণ করে। এ ধর্ষণের ঘটনা ঘটে। র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পে শনিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানী কমান্ডার তোফায়েল আহমেদ মিয়া সাংবাদিকদের জানান, নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীর পিইসি পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে আনা-নেয়ার কাজে নিয়োজিত ছিল প্রতিবেশী রিকশাচালক হাবিবুল্লাহ। গত ২৪ নভেম্বর বিকেলে প্রাথমিক সমাপনীর সর্বশেষ পরীক্ষা শেষে ওই শিশুকে বেড়ানোর ছলে পাহাড়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হাবিবুল্লাহ। ওই ঘটনায় পরদিন শিশুর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পর থেকেই গাঁ ঢাকা দেয় ধর্ষক হাবিবুল্লাহ র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিকে গ্রেপ্তারের জন্য এলাকায় সোর্স নিয়োগ করেন। আসামি হাবিবুল্লাহর মোবাইল নম্বর সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নির্ণয় করে ধর্ষক হাবিবুল্লাহকে ময়মনসিংহ শহরের টাউন হল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত