ঢাকা ব্যুরো অফিসঃ
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার দৃঢ় সিদ্ধান্তে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রাষ্ট্রীয় খরচে আলেম-ওলামাদের হজে পাঠানোর ব্যবস্থা করা হয়। আর এ ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার স্বরূপকাঠির ছারছীনা দরবার শরিফের ১২৯তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের এক-পঞ্চমাংশ লোক ইসলামী শিক্ষায় পড়াশোনা করেন, সে কারণে আওয়ামী লীগ সরকার কওমি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন। কওমির সর্বোচ্চ শিক্ষাকে আমাদের সরকার এমএ পাসের মর্যাদা দিয়েছেন, যাতে করে ওই শিক্ষায় শিক্ষিত মাদ্রাসার শিক্ষার্থীরাও প্রশাসনসহ সরকারের উচ্চপদে চাকরি করার সুযোগ পান। মন্ত্রীর বক্তব্য শেষে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত করেন আমিরে হিযবুল্লাহ ছারছীনার পীর সাহেব হযরত মাওলানা শাহ মো. মোহেব্বুল্লাহ। এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটোয়ারী, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।