ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত হোসেন আলীর ছেলে আব্দুল মজিদ (৩৯) ও ফরিদপুর জেলার নিখরহাটি এলাকার মোঃ মনির প্রকাশ লিটনের স্ত্রী মোছাঃ আছমা বেগম(২৩)। ২ ডিসেম্বর সোমবার দুপুরে টেকনাফ ২বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।