কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে স্হানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার(৪ নভেম্বর) উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্হাপন করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিরালা চাকমা, নিমি চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
মূল প্রবন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, শিক্ষার মান বাড়ানোর জন্য সবসময় শিক্ষকদেরকে পড়তে হবে, নতুন নতুন জ্ঞান আহরণ করতে হবে, তবেই শিক্ষার্থীরা উপকৃত হবে। তিনি আরোও বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্যদেরকে সমন্বয় করে স্কুল পরিচালনা করলে প্রত্যেকটা স্কুলে ভালো ফলাফল অর্জন সম্ভব এবং গুণগত পরিবর্তন আসবে আমাদের শিক্ষা ব্যবস্হায়। প্রশিক্ষণে ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন প্রধান শিক্ষক এবং ২৬ জন এসএমসির সভাপতি অংশ নেন।।