বিশু তনচংগ্যা, কাপ্তাই রাংগামাটি।
রাংগামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করে জাতীয় মৌসুমি প্রতিযোগিতা ২০১৮।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মংসুইছাইন মার্মা, কাপ্তাই শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য বেতার শিল্পি রওশন শরীফ তানি সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্হিত ছিলেন।প্রতিযোগিতায় সমবেত জারি গান, সমবেত নৃত্য, জ্ঞান জিজ্ঞাসা, উপস্হিত বিতর্ক এবং দেয়ালিকে বিষয়ে দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক সংগঠক বেতার শিল্পি ঝুলন দত্ত, সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, নৃত্য শিক্ষক সংগীতা দত্ত এনি, বেতার শিল্পি জ্যাকলিন তংঙ্গগ্যা। কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রথম স্হান অধিকারী দল সমুহ আগামী ৮ সেপ্টেম্বর রাংগামাটি জেলা পর্যায়ে অংশ নিবেন রাংগামাটি জেলা শিশু একাডেমিতে।