
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবা, চাইনিজ পিস্তল ও বুলেটসহ হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আটক করেছে।
৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির হাবিলদার অমলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল লেদা পুরাতন বাজারের ‘লেদা স্পোর্টিং ক্লাবে’ অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা, ১টি চাইনা পিস্তল ও ৩রাউন্ড গুলিসহ পশ্চিম লেদার মৃত আমির হোসেনের পুত্র, লেদা স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব ওরফে মোঃ ফরহাদ (২৫) কে আটক করে। উদ্ধারকৃত অস্ত্র এবং ইয়াবাসহ ধৃত এই হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। এই ব্যাপারে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন ধরনের বক্তব্য পাওয়া যাযনি।
স্থানীয় সুত্রমতে, মিয়ানমার হতে ৩লাখ ইয়াবার চালান আসার সময় একটি চক্র ছিনিয়ে নেয়। বিচারের নামে উক্ত ক্লাবে ভাগ-বাটোয়ারাকালে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে লুট হওয়া ইয়াবার কিছু অংশ, অস্ত্র ও বুলেটসহ ফরহাদকে আটক করে।