টেকনাফ মৌলভীবাজারে শশুর বাড়িতে জামাই খুন

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজার আলী আকবর পাড়া এলাকায় শ্বশুর বাড়ি থেকে জামাতা মো. আনোয়ারের (২৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে খরর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত যুবক উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার সোলতান আহমদের ছেলে। নিহতের শরীরে একাধিক চুরিকাঘাতসহ জখমের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর পূর্বে নিহত আনোয়ারের সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে হ্নীলা মৌলভী বাজার আলী আকবর পাড়া এলাকার সৌদি প্রবাসী মমতাজ মিয়ার মেয়ে হাসিনা আক্তারের বিয়ে হয়। আনোয়ারের বাড়িতে জটিলতার কারণে বউকে নিয়ে বিগত ৬ মাস পূর্ব থেকে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। প্রতিনিয়ত শ্বশুর বাড়ির লোকজনের সাথে নিহত আনোয়ারের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হতো বলে জানান প্রতিবেশীরা।
এ ঘটনার পর থেকে বউ, শাশুড়িসহ বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত