
আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদর ব্যবসায়ী ঐক্য পরিষদের ২য় সাধারন সভা স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপী অনুষ্ঠিত এ সধারণ সভায় পরিষদের সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও জয়পুরহাট চেম্বার পরিচালক শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন। সাংগঠনিক সম্পাদক রায়হান ইবনে ফজল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক রনজু , কার্য নির্বহী সদস্য মাহমুদুল হাসান লোটাস প্রমুখ।
সভায় প্রধান অতিথি ব্যবসায়ীদের জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা প্রদানের ঘোষনা দেন।
বিশেষ অতিথি পৌর মেয়র বলেন ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এ সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান। সভায় আর্থিক প্রতিবেদন পাঠ এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।