
মোঃ আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
শুরু হয়ে গেছে শীত। সকালে কুয়াশার চাদর। এ সময় শীতকালীন শাক-সবজিতে ভরে উঠতে শুরু করে সবজির বাজারগুলো। দামও থাকে অত্যন্ত কম, সাধারন মানুষের হাতের নাগালে। কিন্তু শীতের এ মৌসুম যেন অন্য সব মৌসুমের চেয়ে আলাদা। বর্তমানে বাজারে দেখা যাচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র। সাধারন মানুষ বাজারে গিয়ে একরকম হতাশ হয়ে পড়ছেন। সবধরনের সবজির দাম অত্যন্ত চড়া, সাধারন মানুষের নাগালের বাইরে। বাজারে শীতকালীন শাক-সবজি আসতে শুরু করলেও তা চাহিদার তুলনায় অত্যন্ত কম বলে বিক্রেতাদের দাবী। এছাড়া উৎপাদনকারী থেকেও চড়া দামে সবজি কিনতে হচ্ছে বলে এমন চড়া দামে বিক্রি করতে হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান। রাঙ্গুনিয়ার কয়েকটি বাজার ঘুরে দেখা যায় মুলা ৫০-৫৫ টাকা, ঢেঁড়স ৭০-৮০, কাঁকরোল ৮০-৯০, শীম ৭০-৮০, নতুন আলু ১০০-১০৫, ফুলকপি ১০০-১২০, বাধাকপি ৫০-৬০, টমেটো ৯০-১১০, বেগুন ৫০-৬০, মিষ্টিকুমড়া ৩৫-৪০, ধনেপাতা ২৫০-৩০০ কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে পেঁয়াজের দামের আবার উর্ধ্বগতি দেখা গেছে। গত শুক্রবারে খুচরা বাজারে পেঁয়াজ ১৫০-১৬০ টাকা বিক্রি হলেও আজ মঙ্গলবার পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০-২২০টাকা দরে। সরকারি এত পদক্ষেপেও পেঁয়াজের দাম না কমায় সাধারন ক্রেতা একরকম ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেন, সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে সিন্ডিকেট সিন্ডিকেট। কিন্তু আজ পর্যন্ত এসব সিন্ডিকেটকে জনসম্মুখে আনা হলোনা। কারাই বা এ সিন্ডিকেট হুতা। কেন তাদের ধরা হচ্ছেনা। এরকম চলতে থাকলে জনগন না খেয়ে মরবে। এছাড়া বাজারে তেল ও মসলা জাতীয় সব পন্যের ও দাম কমার সম্ভাবনা নেই বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়।