কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কাপ্তাইয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার (৯ই ডিসেম্বর) র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলার বিভিন্ন কমপ্লেক্স হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্প্রসারিত মিলনায়তনে এসে সভায় মিলিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুুল হক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ড. প্রবির খিয়াং সহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, মানবধিকার কর্মী নূর বেগম মিতা, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়–য়া, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন সহ আরও অনেকে।