
ফরিদ বাবুল,টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ায় “নারী পুরুষের সমতা রুখতে পারে সহিংসতা” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ-২০১৯ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩ টার সময় সংগঠনের সভানেত্রী হাসিনা মোর্শেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফাতেমা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-টেকনাফ সাংবাদিক ইউনিটি’র সাধারণ সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ন-সম্পাদক নুরুল হোসাইন।
বক্তব্য রাখেন- ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি অফিসার সুপম চাকমা, সমাজ সেবক মোঃ ফারুক, আব্দুল মান্নান, সংগঠনের সদস্য জেসমিন আক্তার, নুর জাহান বেগম। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নুরুল হোসাইন বলেন -আজকের এই দিনে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। তিনি উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালী সাহিত্যিক ও সমাজ সংস্কারক হিসেবে অবদান রেখে আজীবন আমাদের মাঝে স্বরণীয় হয়ে থাকবেন। নারীদের পেছনে পেলে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। তাই নারীর অধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন প্রতিরোধে সকলেই এক সাথে কাজ করার অঙ্গীকার করা হয়।একইদিনে পুরান পল্লান পাড়া পল্লী সমাজ উন্নয়ন ও নাইট্যং পাড়া পল্লী সমাজ উন্নয়ন সংগঠনে পৃথকভাবে রোকেয়া দিবস পালিত হয়।