পাওনা টাকা কে কেন্দ্র করে রাইখালীতে নিহত ১, আহত ২, আটক ১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব সংবাদদাতা(কাপ্তাই),

কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্বকোদালায় পাওনা টাকা কে কেন্দ্র করে সংঘর্ষে মংবাচিং মারমা(৪৫) পিতা: মৃত থোয়াইচিং মারমা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। উসিংমং মারমা(৩৫) ও আদামং মারমা(৩৮) নামে আরো দুজন গুরুত্বর আহত হয়। নিহত মংবাচিং মারমাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও সেখানে তিনি মারা যান। ১০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পূর্বকোদালা একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। ঘটনার সুত্রে জানা যায় মোঃ মেরু নামে এক কাঠ ব্যবসায়ীর কেরানি দায়িত্ব পালন করে নিহত ব্যক্তির ছোট ভাই উসিংমং মারমা। জানা যায় উসিংমং মারমার থেকে মোঃ মেরু লেনদেন করে ৭শ টাকা পাওনাদার ছিলেন। উক্ত ৭শ টাকাকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় চায়ের দোকানে তাদের দুজনের মধ্যে তর্কাবিতর্ক একপর্যায়ে রাগান্নিত হয়ে মোঃ মেরু উসিংমং মারমাকে মারধর করতে থাকে। সেখানে উসিংমং মারমার বড় ভাই নিহত মংবাচিং মারমা বাধা দিতে গেলে এক পর্যায়ে থাকে সেখানে থাকা মোঃ সৈয়দ আলম, পিতা: নুর ইসলাম, মোঃ এয়াকুব মেম্বার সহ আরো কয়েকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে ব্যাপক মারধরে আহত অবস্থায় মংবাচিং চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান। ঘটনার কথা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য মংচিং মারমা জানান- ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি- মংবাচিং মারমাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে বাকি দুজন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছে। রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামূল হক ও একে কথা আমাদের প্রতিনিধি কে জানিয়েছেন। চন্দ্রঘোনা থানার সাব ইনেসপেক্টর ইস্ররাফিল মারামারি র ঘটনা নিশ্চিত হয়ে জানান- ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ওসি স্যার সহ ঘটনাস্থলে যায়,সেখানে মোঃ এয়াকুব মেম্বার নামে একজনকে আটক করি। বাকিরা পালিয়ে যায়। বাকী আসামীদের ধরার চেষ্টা চলছে । তবে পারিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা করেনি বলে জানান ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত