কাপ্তাই স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাইয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে পালন করা হয়েছে বাঙালী জাতীর শোকাবহ দিন ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’। এসময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি জয়সীম বড়–য়া, সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, সাক্রাছড়ি স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা, তৈয়বিয়া মাদ্রাসা সুপার মোহাম্মদ জাফর আলম নিজামী, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপুল বড়–য়া, চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুইছাইন মারমা, কেপিএম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রহিমা বেগম, শিক্ষক রাজেশ ভট্টচার্য, শিক্ষক হুমুয়ুন কবির, শিক্ষক মো. শাহ জাহান, শিক্ষক চন্দন ঘোষ, শিক্ষক জয়শ্রী তনচংগ্যা সহ আরও অনেকে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত