শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদের উদ্দ্যোগে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও বাংলাদেশের মুক্তি সংগ্রামের আলোক চিত্রমালা প্রদর্শনী ।

নিজস্ব প্রতিবেদক

মহানগর প্রতিনিধিঃ

প্রদর্শনীটি উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র,আ.জ.ম.নাছির উদ্দিন ভাই। এসময়ে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র-সংসদের বর্তমান ভি.পি আবদুল খালেক সোহেল, এজিএস আদিত্য সৈকত, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক সুব্রত নাথ রুবেল,কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, কলেজ ছাত্রলীগ নেতা আহমেদ রুবেল, আবদুর শুকুর, মিনহাজ উদ্দিন, তুহিন হোসাইন, এমদাদ খান সজীব, অলক সরকার, মিতুন দে, আভী সাহ, শামীম, গোলাম রসূল অভি, মিশুক, কাব্য, রাহাত, জিকু, দীপক বড়ুয়া, ওমর ফারুক, কলেজ ছাত্রলীগ নেত্রী রক্সি, জেসমিন আকতার, ইশরাত জাহান, মনিষা আকতার, নুসরাত জাহান, সেঁজুতি সুলতানা, তৃষনা, জান্নাতুল মাওয়া, কানিজ সোমা, আখি নাথ, শারমিন আব্বাসী সহ আরো নেতৃবৃন্দ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত