বর্নাঢ়্য আয়োজনে কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ়্য আয়োজনে সোমবার(১৬ ডিসেম্বর) কাপ্তাইয়ে উদযাপিত হলো মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে কুচকাওয়াজ এ সালাম গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে এসময় কাপ্তাই থানার অফির্সাস ইনচার্জ নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার অফিসার্স ইনচার্জ আশ্রাফ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আ’লীগ এবং এর অঙ্গসংগঠন এর নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্হিত ছিলেন। এর আগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করেন।
এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা আ’লীগ এবং এর অঙ্গসংগঠন সমুহের উদ্যোগে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল সহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত