মহেশপুরে জলুলী মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

শহিদুল ইসলাম মহেশপুর থেকে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী জলুলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এর আয়োজনে জলুলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম শাহিদুল ইসলাম, জলুলী বিজিবি ক্যাম্পের কমান্ডার নিজাম উদ্দিন প্রমুখ।   অনুষ্ঠানটি  পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে দুরে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত