শহিদুল ইসলাম মহেশপুরঃ
ঝিনাইদহের মহেশপুরে খালিশপুর-জীবননগর মহা-সড়কের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাক্রাখাল নামক স্থানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শাহারুল ইসলাম খোকন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছে। পুলিশের দাবী নিহত ব্যাক্তি একজন কুখ্যাত ডাকাত। ১৬ই ডিসেম্বর দিবাগত রাত ২ টার দিকে উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাক্রাখাল নামক স্থানে মহা-সড়কে এ বন্দুক যদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা গ্রামের মৃতঃ আব্দুল হামিদের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম জানান, খালিশপুর-জীবননগর মহা-সড়কের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে বাক্রাখাল নামক স্থানে গাছ কেটে রোড ব্যারিকেট দিয়ে সড়কে চলাচলকারী যানবাহনে ডাকাতীর করার চেষ্টা করে। এসময় পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। অন্য ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটারগান, এক রাউন্ড গুলি, একটি গাছ কাটা করাত ও ৪ টা রাম-দা-সহ একজন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তার বিরুদ্ধে মহেশপুর থানা সহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতী মামলা রয়েছে।