
কাপ্তাই প্রতিনিধিঃ
রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীর মাঝে রাংগামাটি জেলা পরিষদের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাংগামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে শিক্ষার্থীদের হাতে এই শীতবস্ত্র তুলে দেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি থুইচাইপ্রু মারমার সভাপতিত্বে এসময় ৩ নং চিৎমরম ইউনিয়ন আ’লীগের সভাপতি নেথোয়াই মারমা, স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সহ শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা প্রধান অতিথি এবং রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।