
আব্দুল আউয়াল মুন্না, চট্টগ্রাম প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার খলিফার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় র্যালি ও আলোচনা সভার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসবী সরকার। সহকারী শিক্ষিকা ইতি বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবু আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী খবরের রিপোর্টার সাংবাদিক রতন বড়ুয়া। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবু ছিদ্দিক, সহকারী শিক্ষক সনদ কুমার বড়ুয়া ও জান্নাতুন নেছা। আলোচনার শেষে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।