ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক উখিয়া-টেকনাফের সাংসদ শাহজাহান চৌধুরীর সহধর্মিনী জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠাকালীন নেত্রী মরহুমা শাহীন জাহান চৌধুরীর ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে টেকনাফ উপজেলা যুবদল। উপজেলা যুবদলের সভাপতি মোঃ কাইয়ুমের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক জাহেদ হোসাইন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান ছিদ্দিকী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন,জেলা বিএনপির সদস্য ওমর হাকিম মেম্বার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর বিএনপির সভাপতি আব্দুল গফুর,সহ-সভাপতি ছৈয়দ মিয়া,সদর যুবদলের আহবায়ক মোঃ রফিক,সদস্য সচিব আব্দুস সমদ,যুগ্ম আহবায়ক শামসু,দেলোয়ার,সোলেমাইন,মোঃ তৈয়ুব,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খোরশেদ আলম,যুগ্ম আহবায়ক শামীম,কলেজ ছাত্রদল নেতা আতাউল্লাহ, ছাত্রনেতা নাজমুল ইসলামসহ বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতৃববৃন্দ। মরহুমা শাহীন জাহান চৌধুরীর রুহের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফেজ শাহনেওয়াজ।