
মোঃ আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
২১ ডিসেম্বর শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আওয়ামীলীগের ২১তম কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কমিটিতে তথ্যমন্ত্রী যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় রাঙ্গুনিয়ায় আনন্দ মিছিল করেছে রাঙ্গুনিয়া আওয়ামীলীগ ও এর বিভিন্ন অংগ সংগঠন। ২২ ডিসেম্বর রবিবার সারাদিন রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে ব্যানার নিয়ে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা। উপজেলার ইছাখালী, সরফভাটা, পদুয়া, রাজারহাট,উত্তর রাঙ্গুনিয়া, শান্তিরহাট, রাঙ্গুনিয়া কলেজ গেইটসহ বেশ কয়েকটি স্থানে এ আনন্দ মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা একে অন্যকে মিষ্টি মুখ করান। এছাড়া ফেসবুবকসহ বিভিন্ন সোসাল মিডিয়ায় রাঙ্গুনিয়ার জনসাধারণ মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উল্লেখ্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ১৯৬৩ সালের ৫ জুন জন্মগ্রহণ করেন ড. মোহাম্মদ হাছান মাহমুদ। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ২৮৪ নং (চট্টগ্রাম-৭) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন,২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের ২৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। এরপর জানুয়ারি ২০১৯ তিনি বাংলাদেশের তথ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। হাছান মাহমুদ ১৯৯৬-২০০১ সময়কালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। ২০০৮-২০১৪ সালে চট্টগ্রাম-৭ আসন থেকে জাতীয় সংসদ সদস্য ছিলেন তিনি। ২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনার মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। পরে তাকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী করা হয়। ২০১১ সালের নভেম্বর মাসে তাকে পরিবেশ ও বন মন্ত্রীর পুরোপুরি মন্ত্রী হিসাবে পদোন্নতি দেওয়া হয় এবং ২০১৩ সালের শেষ অবধি এই পদে দায়িত্ব পালন করেন ।