হাটহাজারীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

 

মো: আবু শাহেদ,
বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ সাঈদ(৬) নামের এক মাদরাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৭ই সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯টায় মর্মান্তিক এ ঘটনাটি সংগঠিত হয় হাটহাজারী পৌর এলাকার পশ্চিম দেওয়ান নগর রঙীপাড়া এলাকায়।

নিহত শিশু রঙীপাড়া এলাকার অাবদুল লতিফের বাড়ীর রুবেল হোসেনের পুত্র ও  আলীপুর তালিমুল নুরানি মাদ্রাসায় প্রথম শ্রেণীর ছাত্র।নিহত শিশুর পিতা রুবেল প্রতিবেদককে জানান, মাদরাসা বন্ধ তাই বাড়ীর ছেলেদের সাথে সকালে খেলতে বের হয়। সকাল ৯টার দিকে বাড়ী থেকে দেড়শ গজ দুরত্বে একটি পুকুরে সবার অগোচরে পড়ে ডুবে যায়। কিন্তু কেউ সে বিষটা টের পাইনি। হঠাৎ প্রায় বিশ মিনিট পর পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেলে অামাদের খবর দিলে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে হাটহাজারী সদর অালিফ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অামার ছেলেকে মৃত ঘোষণা করে।

এদিকে পুত্র হারানোর শোকে রুবেলের স্ত্রী শারমিন অাকতার কাতর হয়ে অাছেন। কান্নাজড়িত অবস্থায় সে বারবার মোর্চা যাচ্ছেন। খরব পেয়ে শিশুটিকে দেখতে ছুটে অাসছে তার অত্মীয় স্বজন। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছাঁয়া। অাকাশ বাতাস হয়ে উঠেছে ভারী। যেন এক বেদনাদায়ক দৃশ্যের অবতরন ঘটে।
রুবেলের সংসারে এক পুত্র ও এক কণ্যা সন্তানের মধ্য নিহত সাঈদ বড়। রুবেল জীবিকা নির্বাহের জন্য হাটহাজারী বাসস্টেশন এলাকায় একটি হোটেলে চাকুরী করেন। অাছরের নামাজের পর নিহত শিশুর জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে তার পিতা  জানায়। রুবেল নোয়াখালী জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে শশুর বাড়ী এলাকায় রঙীপাড়া ভাড়া বাসায় বসবাস করে অাসছে।

প্রত্যক্ষদর্শী মো: সেলিম বলেন, সাঈদ আমার ভাগিনা হয়। সে প্রায় সময় সবার সাথে পুকুরে গোসল করত। আজ সকাল সাড়ে ৪টায় সে সবার সাথে গোসল করতে গেয়ে যখন পাওয়া যাচ্ছিল না তখন পুকুরের দক্ষিণ পশ্চিম পাশে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত