
চট্টগ্রাম প্রতিনিধিঃ
মহান বিজয় দিবসের মাসে মুক্তিযুদ্ধে শহীদদের গৌরবময় আত্মত্যাগের কথা স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম সাংবাদিক ফোরাম।মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সন্ধ্যা ৭টায় কদমতলী ডিটি রোডে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় । দৈনিক কালজয়ী পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ফোরামের আহবায়ক শিব্বির আহমেদ ওসমান । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব নেতা আলহাজ্ব জালাল ইব্রাহিম, অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন ,১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন ,মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি ।তাই শহীদদের এ আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি ।সেইসাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি । চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠতাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের সময় শহিদ হয়েছেন তাদের জন্য ও মাগফিরাত কামনা করেন। চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠতা সভাপতি মঈনুদ্দিন কাদেরী শওকত ভাই সহ প্রতিষ্ঠতা সংগঠকদের প্রতি অভিনন্দন ও দীর্ঘুয় কামনা করেন সভাপতি র বক্তব্যে চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর আহবায়ক শিব্বির আহম্মদ ওসমান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় ।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , আজকের কর্ণফুলীর নির্বাহী সম্পাদক চৌধুরী মোহাম্মদ রিপন, আজকের কর্ণফুলীর সম্পাদক কামরুল ইসলাম ,জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি কামাল উদ্দিন, সিএনএন বাংলাদেশ দৈনিক সমাবেশের বিশেষ প্রতিনিধি মোঃ আজম খান,সকালের বার্তা র মহানগর প্রতিনিধি নুরউদ্দিন, দৈনিক মাতৃজগতের স্টাফ রিপোর্টার এইচ এম নাছির উদ্দিন ,নিউজ বাংলা ২৪ এর সহকারী সম্পাদক লায়ন এম এ মান্নান,মোঃ আওরঙ্গজেব খান সম্রাট, দোয়েল টিভির ক্যামরা পারসন ফরিদা বেগম শিরিন আক্তার প্রমুখ ।