
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
আরব আমিরাতে বসবাসরত প্রবাসী, রেমিটেন্স যোদ্ধাদের সামাজিক সংগঠন টেকনাফ সমিতির প্রধান কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার টেকনাফ পৌরসভার মিল্কি রিসোর্টের নিচ তলায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। দুবাইস্থ টেকনাফ সমিতির প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি মাওঃ সাইফুল ইসলাম সাইফী। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। প্রধান আলোচক ও স্বাগত বক্তব্য রাখেন দুবাইস্থ টেকনাফ সমিতির সভাপতি ড.আব্দুস সালাম এস করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাং আবুল মনসুর,মডেল থানার পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম খান, সাংবাদিক গিয়াস উদ্দিন,টেকনাফ সমিতির সাংগঠনিক স¤পাদক প্রবাসী রাশেদ উল্লাহ। অত্র সমিতির এক সদস্য মৃত্যু বরণ করায় পরিবারের মাঝে নগদ এক লাখ টাকার চেক প্রদান করেন অতিথিরা। প্রধান কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা শেষে সকলে নৈশভোজে অংশগ্রহণ করেন।