রাঙ্গুনীয়া প্রতিনিধিঃ
হঠাৎ শৈত্য প্রবাহ জেঁকে বসেছে শীত। তীব্র শীতে সবচেয়ে বেশী ভুগছেন নিম্ন শ্রেণির অসহায় মানুষ। এমন সময় ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চন্দ্রঘোনা শাখা, রাংগুনিয়া চন্দ্রঘোনায় গভীর রাতে অসহায় মানুষ গুলোর হাতে তুলে দিয়েছেন শীতবস্ত্র। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে চন্দ্রঘোনা লিচুবাগান বাস ষ্টেশন ও বনগ্রাম কুষ্ঠ হাসপাতাল গেইট এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করেন চন্দ্রঘোনা মানবাধিকার কমিশনের কর্মী বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন (জল্) বাংলাদেশ মানবাধিকার কমিশন চন্দ্রঘোনা শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, সহ সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম তালুকদার, অর্থ সম্পাদক মোহাম্মদ আহছানউল্লা, নির্বাহী সদস্য মোঃ নেজাম উদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ ইব্রাহিম, নির্বাহী সদস্য রাশেদুল ইসলাম, লিচু বাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ শাহেদুল হক প্রমুখ, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দীন (জল্) বলেন চন্দ্রঘোনা মানবাধিকার কমিশনের উদ্যোগে মানবাধিকার কর্মীদের সাথে প্রচন্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষদের একটা করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। চন্দ্রঘোনা মানবাধিকার কমিশনের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী বলেন এই শীতে অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াঁনো আমাদের সকলের দায়িত্ব এভাবে সমাজের বিত্তবান'রা এগিয়ে আসলে সমাজের দরিদ্র ও অসহায় ছিন্নমূল মানুষদের তীব্র শীতের কষ্ট হতে লাগব পাবেন। চন্দ্রঘোনা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক বলেন প্রচন্ড শৈত্য প্রবাহের ঠান্ডায় ছিন্নমূল মানুষদের কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারিনি। চন্দ্রঘোনা মানবাধিকার কমিশনের কর্মীদের সাথে শীতবস্ত্র নিয়ে অসহায় ছিন্নমূল মানুষের কাছে ছুটে এসেছি।