নিজস্ব সংবাদদাতা কাপ্তাইঃ
কাপ্তাই রাইখালীতে ঐতিহ্যবাহী পুরনো নারানগিরি রায় সাহেব বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় ভদন্ত উপঞা কাওয়ি মহাস্থবির ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে উদযাপন কমিটির আহব্বায়ক জানান- নারানগিরি অংথোয়াচিং চৌধুরীর খেলার মাঠে আগামী কাল ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ২৮ ডিসেম্বর ভান্তেকে দাহ সম্পন্ন করা হবে। ভান্তের অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান উপলক্ষে বৌদ্ধ ধর্মের রীতি নিয়ম অনুসারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ভান্তে ছিলেন পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে সর্বশ্রেষ্ট জ্যেষ্ট বৌদ্ধ ভিক্ষু । ৬৮ বর্ষাবাস ও বয়সের ৮৮ বছর। তিনি দীর্ঘ সময় ধরে নারানগিরি রায় সাহেব বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।গত জুলাই মাসে শেষ নিঃশাস ত্যাগ করেন ভান্তে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত আসমা মহাস্থবির, বিহারাধ্যক্ষ, নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ বিহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত ঞানা ওয়াইসা মহাস্থবি, বিহারাধ্যক্ষ, ডাকবাংলা বৌদ্ধ বিহার, বাঙ্গালহালিয়া রাজস্থলী, সহ আরো অনেকেই। এতে প্রধান দায়ক হিসেবে উপস্থিত থাকবেন বীর বাহাদুর উশেসিং এমপি, মাননীয় মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বিশেষ দায়ক, দিপংকর তালুকদার এমপি, সাংসদ সদস্য রাঙ্গামাটি আসন। সভাপতিত্ব করবেন নাগাওয়াইসা মহাস্থবির, বিহারাধ্যক্ষ নারানগিরি বড়পাড়া বৌদ্ধ বিহার।