
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
‘ওসি টেকনাফ, কথা বলুন আপনার ওসির সাথে’ শীর্ষক উম্মুক্ত অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। ২৬ ডিসেম্বর সকাল ১১টায় হ্নীলা বাস ষ্টেশনের মাদক অফিসে সর্বস্তরের জনসাধারণের অভিযোগের কথা শুনতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ। টেকনাফ মডেল থানা এ অনুষ্টানের আয়োজন করে।
হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম খোকনের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। হোয়াইক্যং ফাড়ির আইসি নাজমুল, টুআইসি আরিফ, টেকনাফ মডেল থানার এসআই সজীব, হ্নীলা ইউপি মেম্বার ফরিদুল আলম, আবুল হোছন, হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিম, হ্নীলা ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম (আলম) প্রমুখ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ-গ্রহণ করেন।
হ্নীলা-হোয়াইক্যংয়ের বিভিন্ন এলাকা থেকে আগত ভূক্তভোগী নারী-পুরুষেরা তাদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরে প্রতিকার কামনা করেন। ওসি প্রদীপ কুমার দাশ সরাসরি এসব প্রশ্নের উত্তর দিয়ে তড়িৎ পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে আগত ছাত্রীদের নিরাপত্তা জোরদার এবং ইভটিজিং এড়াতে পুলিশের একটি নিয়মিত ভ্রাম্যমান টহল দল চালু রাখার আশ্বাস দিয়ে মাদক কারবারী এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীসহ যাবতীয় অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘আমার জীবনের বিনিময়ে হলেও টেকনাফকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে। যারা এখনো এই পথে রয়েছেন তারা এখনো সময় থাকতে সৎপথে ফিরে এসে স্বাভাবিক জীবন-যাপন করুন। অন্যথায় অপরাধীদের কি পরিণতি ঘটে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন’।