টেকনাফের হ্নীলা ইউপি’র চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছিয়ে দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি’র চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী শীতার্ত মানুষের কাছে শীত বস্ত্র পৌঁছিয়ে দিচ্ছেন । গ্রামে গ্রামে গিয়েই তিনি সাধারণ মানুষের হাতে নিজেই কম্বলসহ শীত বস্ত্র তুলে দিচ্ছেন। শীতার্ত মানুষের দ্বারে দ্বারে এসব শীত বস্ত্র পৌঁছিয়ে দিতে পেরে চেয়ারম্যান নিজেকে ধন্য মনে করেন। ২৭ ডিসেম্বর(জুমাবার) হ্নীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ইউনিয়নের রসুলাবাদ,উলুচামরী ও কোনাপাড়া এলাকার ২শ পরিবারের মাঝে নিজের গাড়ীতে করে কম্বলসহ শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন। লোকজনও চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র পেয়ে নিজেদের খুশীর কথা জানান। এদিকে ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান,কয়েক দিনের তীব্র শীতে নাকাল সাধারণ মানুষ। এসব মানুষের কাছে শেখ হাসিনার উপহার কম্বলসহ শীতবস্ত্র পৌঁছিয়ে দেওয়া আমার দায়িত্ব। তাই আমি নিজের গাড়ীতে করে শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছি। তিনি আরো বলেন,পর্যায়ক্রমে শীতগ্রস্থ সব মানুষের মাঝে কম্বল পৌঁছিয়ে দেওয়া হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত