কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের উপ নির্বাচন ৩ প্রার্থীর বিরামহীন প্রচারনা।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উপ-নির্বাচন জমে উঠেছে। প্রচন্ড শীত উপেক্ষা করে প্রার্থীরা দিন- রাত মানুষের ঘরে ঘরে ভোট ভিক্ষা চাইছে। শীতের কারণে ভোটারদের বাইরে আনাগোনা না থাকলেও ইউনিয়নের এই ওয়ার্ডের ভোটাররা নির্বাচনী আমেজে রয়েছে। সকাল থেকে রাত অবদি একাধিক প্রার্থীর সমর্থকগণ নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারনা চালিয়ে যাচ্ছে। ইউনিয়নের এই ওয়ার্ডে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন- সাবেক ইউপি সদস্য নিহার রন্জন তনচংগ্যা রাহুল (ফুটবল প্রতীক), খোকন বড়ুয়া (টিউবওয়েল প্রতীক) ও বাবুল তালুকদার ( আপেল প্রতীক)।
এই ওয়ার্ডে ৮শ’ ৬৬ জন ভোটার রয়েছে।এরমধ্যে নারী ভোটারের সংখ্যা বেশী। আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২ নং ওয়ার্ডের উপ নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর এই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোস্তফার মৃত্যু হলে উক্ত ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত