রাঙ্গুনীয়া প্রতিনিধিঃ
কলকাতা শংকর বেদান্ত মঠ ও মিশন এর অধ্যক্ষ আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ভাগবতীয় বক্তা বিশ্ব পরিব্রাজক বিবোধানন্দ সরস্বতী মহারাজ বলেন, নি:স্বার্থপরতা হউক মানুষের আসল ধর্ম, আমরা মানুষ হয়ে জন্মগ্রহন করেছি নিজেকে মানব কল্যানে উৎসর্গ করার জন্য, তাই যারা প্রকৃত ধর্ম চর্চা করে তারা অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে পথ চলে, তারা সবসময় জগতের কল্যানের জন্য কাজ করে যায়, তাই বিবেকানন্দের আদর্শকে হ্রুদয়ে ধারন করে যুবকদেরকে সমাজের প্রতিটি মানুষের সুখ দু: খে পাশে থাকতে হবে, তবেই হবে মানুষ হিসাবে আমাদের পরিচয়।
তিনি গত ২৬ ডিসেম্বর( বৃহস্পতিবার) রাংগুনিয়া উপজেলার কোদালা বনিক পাড়া সমাজ উন্নয়ন যুব সংস্হার উদ্যোগে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শুভ আর্বিভাব তিথি উপলক্ষ্যে শিবদুর্গা মন্দির প্রাঙ্গনে মহতী ধর্মসভায় প্রধান ধর্মীয় আলোচকের বক্তব্যে একথা বলেন।
শিক্ষাবিদ সুভাষ চন্দ্র বনিকের সভাপতিত্বে অধ্যাপক দীপন ধর ও স্বরোজনী ধরের সঞ্চালনায় ধর্ম সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কোদালা ধোপাঘাট মহোৎসব কমিটির সভাপতি সমাজসেবক সাধন কুমার দত্ত, দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সুধীর ধর, রাংগুনিয়া রাস বিহারী ধামের সাধারণ সম্পাদক স্বপন সেন, প্রসিদানন্দ মহারাজ, সমাজসেবক হারাধন বনিক,উৎসব উদযাপন কমিটির সাবেক সভাপতি সুকোমল ধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির সাবেক সাধারণ সম্পাদক রতন কান্তি ধর, উৎসব কমিটির সভাপতি সমীর কান্তি ধর, সাধারণ সম্পাদক দেব দুলাল ধর। এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় স্হানীয় এবং বেতার শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে উৎসবের ২য় দিন ২৭ ডিসেম্বর ( শুক্রবার) অষ্টপ্রহরব্যাপী তারকব্রক্ষ মহানাম পরিবেশিত হয়।