আব্দুল আউয়াল মুন্না,চট্টগ্রাম প্রতিনিধিঃ
২৮ডিসেম্বর শনিবার রাউজান উপজেলার আবুরখীল নন্দন কাননে ১৭তম সংঘনায়ক দ্যুবরাজ মহাস্থবীরের বাড়ির জম্মজাত, ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব প্রয়াত কবি বিশ্বনাথ বড়ুয়ার স্মরণ সভা উপলক্ষে কবির নিজ বাড়িতে এক সংঘদান ও স্মৃতি চারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি রতশ্রী মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী মহামুনি মহামন্দিরের অধ্যক্ষ রাজগুরু অভয়ানন্দ মহাথের। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অলকেশ বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কবির ভ্রাতৃস্পুত্র সাংবাদিক রতন বড়ুয়া। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার আইন বিষয়ক সম্পাদক সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ থের। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় থের। পঞ্চশীল প্রার্থনা করেন সমাজ সেবক রবীন্দ্র বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদন্ত অরুনানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ধর্মদুত ভদন্ত সোবিতানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ভদন্ত পরমানন্দ মহাথের। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পদার্থ বিদ্যা বিভাগের চেয়ারম্যান আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ব্যাক্তিত্ব প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়ুয়া। বক্তব্য রাখেন ১২নং উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আবুরখীল অমিতাভ উচ্চবিদ্যলয়ের পরিচালনা পরিষদের সভাপতি বাবু দুলাল কান্তি বড়ুয়া দুলু, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া , সাধারণ সম্পাদক বাবু অঞ্চল কুমার তালুকদার, রাউজান উপজেলা আওয়ামীলীগ নেতা বাবু ত্রিদীপ কুমার বড়ুয়া তপু, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সভাপতি বাবু পুষ্পেন বড়ুয়া কাজল, অধ্যাপক রুপেন বড়ুয়া বাবলা, ব্যাংক কর্মকর্তা বাবু অনুপ কুমার মুৎসুদ্দি প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভদন্ত উকট্টা পঞয়া ভিক্ষু , ভদন্ত বুদ্বানন্দ ভিক্ষু, ভদন্ত রাহুলানন্দ ভিক্ষু, ভদন্ত শাসনপ্রিয় থের, সমবায় কর্মকর্তা বাবু পরিমল তালুকদার, নাট্য ব্যাক্তিত্ব রুপায়ন বড়ুয়া কাজল, সমাজ সেবক কিরন বিকাশ বড়ুয়া, সমাজ সেবক অধীর প্রসাদ মুৎসুদ্দি, শিক্ষক সুশীল বড়ুয়া, সহ আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ।