নাসিম স্মরণসভায় চসিক মেয়র – নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

ছাত্রলীগ নেতা কর্মীদের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। পাহাড়তলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ ছাত্রনেতা নাছিম উদ্দিন খানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৮ ডিসেম্বর) রাতে শহীদ ছাত্রনেতা নাছিম উদ্দিন খান স্মৃতি সংসদের উদ্যোগে আন্দরকিল্লাস্থ কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্মরণ সভার উদযাপন পরিষদের আহ্বায়ক এড. চন্দন তালুকদারের সভাপতিত্বে এবং দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আরশাদ হোসেন আসাদ ও সাবেক ছাত্রনেতা এম এ মান্নান শিমুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার, মরহুমের অনুজ সাবেক ছাত্রনেতা তৌফিকুর রহমান লাবন, আওয়ামীলীগ নেতা নাজিমুল ইসলাম মজুমদার,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহঃসভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য রেজাউল আলম রনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিক রায়হানুল কবির শামিম,আনোয়ার হোসেন মুকুল, আরবিন সাকিব ইভান, ফাহাদ আনিস, শেখ মো. সোহেল, পৌলম দেব ভুবন, তরুন দাশ প্রলয়, মিশকাতুল কবির, কাজী রবিউল ইসলাম ফাহাদ, মো. রবিন, সালাউদ্দিন আকাশ, রবিউল হাসান কমল, মো. ইলিয়াছ, অনিন্দ্য দেব প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত