মুসলেহ উদ্দীন, সীতাকুন্ডঃ
সীতাকুন্ডে পিএসসি-তে জিপিএ-ফাইভ পেয়েছে শেখ আবরার খালেদ সাদী । সে সীতাকুন্ডের সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দীন খালেদ একমাত্র পুত্র। শেখ আবরার খালেদ সাদী সারজন স্কুল এন্ড কলেজের একজন মেধাবী ছাত্র। এর আগে পাবলিক স্কুলে বাৎসরিক সব পরীক্ষা এবং বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উর্তীর্ণ হয়ে স্কুলকে সাফল্যমন্ডিত করেছে। এবার প্রাথমিক স্কুল সার্টিফিকেট-২০১৯ইং এ ৬০০ নম্বরের পরীক্ষায় ৫০২ পেয়ে জিপিএ-ফাইভ পাওয়ার গৌরভ অর্জন করলো শেখ আবরার খালেদ সাদী। শেখ আবরার খালেদ সাদী জিপিএ-ফাইভ পাওয়ার গৌরব অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি জামসেদ চৌধুরী ও সাধারন সম্পাদক মুহাম্মদ ইউছুফ , সাবেক সভাপতি মেজবাহ উদ্দীন চৌধুরী মিঠু সীতাকুন্ড অনলাইন জার্নালিষ্ট এসোসয়েশন এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, সাপ্তাহিক সীতাকুন্ড পরিবারসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দরা। শেখ আবরার খালেদ সাদী তার বাবা,মা,আত্নীয়-স্বজন,শুভানুধায়ী এবং প্রিয় শিক্ষকদের কাছে দোয়া চেয়েছেন।ছেলের ভবিষ্যত জীবন আরো উজ্জল এবং সফলতা কামনা করছেন আবরার এর বাবা সাংবাদিক শেখ মেজবাহ উদ্দীন খালেদ ও মাতা হাফসা আক্তার পাখি । তার এ অর্জনে পরিবার,শিক্ষকগন ও প্রিয় সহকর্মী বন্ধু-বান্ধবরা আনন্দিত।