
কাপ্তাই প্রতিনিধি :
বরাবরেই মতো এই বছরও রাংগামাটি জেলার মধ্যে ফলাফলের দিক দিয়ে জেএসসি ও পিএসসিতে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ। মঙ্গলবার( ৩১ ডিসেম্বর) প্রকাশিত জেএসসির ফলাফলে দেখা যায় ২০১৯ সালে এই প্রতিষ্ঠান হতে ৭৬ জন অংশ নিয়ে সকলে পাশ করেছে, অর্থাৎ পাশের হার ১০০%। জিপিএ -৫ অর্জন করেছে এই প্রতিষ্ঠান হতে ২৩ জন পরীক্ষার্থী, যা রাংগামাটি জেলার মধ্যে সর্বোচ্চ।অপরদিকে পিএসসিতে পাশের হার শতভাগ বলে জানান উপজেলা শিক্ষা বিভাগ। পিএসসিতে এই প্রতিষ্ঠান হতে ৫২ জন অংশ নিয়ে পাশ করেছে সকলেই। পিএসসিতে জিপিএ – ৫ পেয়েছেন ৩৩ জন। যা, রাংগামাটি জেলার মধ্যে সর্বোচ্চ। জেএসসি এবং পিএসসির ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম জানান, নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সম্মানিত চেয়ারম্যান কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম এ মুকিত খানের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকীর সার্বিক দিক নির্দেশনায় এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী জানান, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ প্রতিটি ছাত্রকে সুশৃঙ্খল হওয়ার শিক্ষা দিয়ে থাকে, পাঠ্য পুস্তক এর পাশাপাশি শিক্ষার্থীদেরকে মানবসম্পদ হিসাবে গড়ে তোলার লক্ষ্য আমরা সহ শিক্ষা কার্যক্রমের উপর জোর দিয়ে থাকি, যাতে শিক্ষার্থীদের মানসিক ও শারীরীক বিকাশ ঘটতে পারে, যার মাধ্যমে জনসম্পদ হিসাবে গড়ে উঠে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।