প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২০, ৫:০২ পূর্বাহ্ণ
নতুন বছরে গমনের আগে একটু খানি মনে রেখ পুরোনো স্মৃতি

২০১৯ সালের শেষ প্রভাত। আজকের পর মহাকালের গর্ভে হারিয়ে যাবে আরও একটি বছর। আগামীকাল বুধবার ভোরে উদিত হবে নতুন বছরের সূর্য। আমাদের সব দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা কালের মহাস্রোতে হবে ইতিহাস। যা স্মৃতি হয়ে থাকবে আমাদের ব্যক্তি এবং সামাজিক জীবনে। দেখতে দেখতে চলে এল ২০২০। আর যা কিছু নতুন, তাকে ঘিরে আমাদের মনে থাকে ভরপুর উত্তেজনা। ২০২০ নিয়েও কিন্তু কম চর্চা হয়নি। কেমন যাবে? কী কী নতুন ঘটনা ঘটতে পারে, নিজেকে কতটা পালটাতে পারেন, এই নিয়ে কল্পনার শেষ নেই। ২০২০ যখন এসেই পড়েছে, কাছের মানুষকে একটা শুভেচ্ছাবার্তা তো পাঠাতেই হয়। প্রিয়জনদের একটু মনে করিয়ে দিন না, আপনি তাদের কথা কতটা ভাবছেন। আর কাছের মানুষ যদি অনেক দূরেও থাকে, আপনার একটা শুভেচ্ছাবার্তাই কিন্তু অনেকটা মন ভাল করে দিতে পারে তাদের। এক একটা বছর শেষ হয়ে নতুন একটা বছর আসে। কী বদলায় আসলে? বলি বটে, নতুন সূর্য, নতুন দিন, আসলে কিন্তু পৃথিবীর বয়স বাড়ে, আমাদেরও। আর বাড়ে অভিজ্ঞতা। উদযাপনের জন্য একটা অজুহাত তো চাই, বছরের এই সময়টা সেই মিষ্টি অজুহাত। পৃথিবীর বয়স বাড়বে বলে আনন্দ, হই হুল্লোর, হাসি-মজা-গল্প-গান। আর নতুন বছরে পুরনো সব কিছুকে বাদ দিতেই হবে কেন? সঙ্গে নিয়েও তো চলা যায়। সে কথা একবার মনে করিয়ে দিন না আপনার ভালোবাসার মানুষদের। নতুন বছর কাটুক সবাইকে নিয়ে, সুস্থ ভাবে। আর ক্যালেন্ডারের পাতার সঙ্গে সঙ্গে দিনগুলোও যেন পালটায়। আমরা যেন হাঁটতে পারি অন্ধকার থেকে আলোর দিকে। বিদায়ী এ বছরটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ দিবাগত রাত ১২টার পর শুরু হবে নতুন খ্রিস্টীয় বছর ২০২০। ভোর বেলায় উদয় হবে নতুন বছরের নতুন সূর্য। সু স্বাগতম ২০২০।
নেওয়াজ মাহমুদ নাহিদ
সাংবাদিক
লালপুর নাটোর।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.