প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২০, ৫:১৮ পূর্বাহ্ণ
আগামী ২৪ জানুয়ারী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) ১১৪ তম পবিত্র বার্ষিক উরস শরিফ

তামিম পটিয়াঃ
আগামী ১০ মাঘ, ২৪ জানুয়ারি, ২০২০ইং রোজ শুক্রবার, মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবর্তক, লেওয়ায়ে আহমদীর বাহক, খাতেমুল অলদ, রুহুল আশেকিন, ছেরাজুস ছালেকীন, হাজত রওয়া, মুশকিল কোশা, গাউসুল আরশ, ওয়াল কুরশ, গাউসুস সাকলাইন, ইমামুল আউলিয়া গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) প্রকাশ হযরত কেবলা কাবার ১১৪ তম পবিত্র বার্ষিক উরস শরিফ মহাসমারোহে গাউসিয়া হক মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
এতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত।
গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)'র ১১৪ তম উরস শরিফ উপলক্ষে - 'শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট'র ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। উক্ত উরস শরিফে ছদারত করবেন রক্তগতভাবে, ত্বরিকতের উত্তরাধিকার সূত্রে, অছিয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী প্রদত্ত দলিলমূলে, হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)'র মাজার শরীফ খেদমতের হকদার, হযরত কেবলা (কঃ)'র স্মৃতিবিজড়িত অনুষ্ঠান প্রতিষ্ঠানের এন্তেজামের হকদার, মাইজভাণ্ডার শাহী ময়দানের ব্যবস্থাপনার হকদার: রাহবারে আলম হজ্বরতুলহাজ শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসানমাইজভাণ্ডারী(ম.)
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.