কাপ্তাই প্রতিনিধি :
বছরের শুরুতে নতুন বই পেয়ে খুশীতে আত্মহারা হয়েছে কাপ্তাই এর প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন বই, নতুন ঘ্রান এই যেন শিশুদের জন্য একটি উৎসব। নতুন বই পেয়ে সকলের বাঁধভাঙা উচ্ছাস দেখে মনে হয় " আহা কি আনন্দ আকাশে বাতাসে"। বুধবার( ১ জানুয়ারী) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক
[gallery ids="4572"]
। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাকটর গোলাম গফুর, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাংগামাটি জেলা আ'লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্হিত ছিলেন। এদিকে চন্দ্রঘোনা কে আর সি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ বলেন বছরের শুরুতে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই বিতরণ করা বিশ্বের ইতিহাসে বিরল, যা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা এবং আন্তরিকতার কারনে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্হিত ছিলেন। এরপর অতিথিরা কেপিএম ইসলামি শিশু একাডেমিতে নতুন বই বিতরণ করেন। এদিকে আজ কাপ্তাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়।।