
মোঃ আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে অবস্থিত রাংগুনিয়া গার্লস আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থী ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা ও বই উৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়। ১ জানুয়ারি বুধবার দুপুর ২ টায় বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের অায়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনা ও প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,হাজেরা তজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর হাছান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ক্বারী ইসমাইল, সাধারন সম্পাদক খালেদ মোশারফ, অর্থ সম্পাদক সালাউদ্দীন, প্রতিষ্ঠাতা সদস্য – ওবায়দুল্লাহ্, সেকান্দর, আব্দু শাকুর, শফিউল আলম, কেফায়েত উল্লাহ্, তৌসিফ চৌধুরী, সফিকুল ইসলাম, রহমত উল্লাহ্( বিসিএস),ওমর ফারুখ, দিদার এলাহী, হায়দার, মঈন উদ্দীন, শাহা আলম, শওকত, মাহাবুব আলম, সৈয়দ আলম, নাজমুল আলম, কামাল তালুকদার,জামশেদ,লোকমান, হাবিবুল্লাহ বাহার, ইদ্রিচ,জাহাঙ্গীর আলম,সরাফাত উল্লাহ্,সোলেমান,এরফান উদ্দীন,এনাম,আজাদ শাহ সহ প্রমুখ। অনুষ্ঠানে সরফভাটা ইউনিয়নে বিভিন্ন স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে ৩৩ জন প্রতিষ্ঠাতা সদস্যের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সেই সাথে বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎসব পালন করা হয়। তাছাড়া বিদ্যালয়ে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষার্থীদের বিশেষ মডেল টেস্টে উত্তীর্ণ সেরা দশ জনকে বিশেষ পুরষ্কার প্রদান ও ‘স্কুলের স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ প্রাপ্ত ৭ম শ্রেণির শিক্ষার্থী সানজিদা সাইদার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।