আব্দুল আউয়াল মুন্না, চট্টগ্রাম প্রতিনিধি ঃ
চট্টগ্রাম বায়েজিদ থানাধীন শিশু তাসমিয়া হত্যার প্রতিবাদে কুঞ্জছায়া এলাকায় আনন্দ বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে প্রচেষ্টা সামাজিক সংগঠন, ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, সেভ দ্যা নেচার অব বাংলাদেশ, কুঞ্জছায়া ব্যবসায়ী সমিতি, চট্টগ্রাম শাখার মানবাধিকার সংগঠন উপস্থিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ঘাতক এডভোকেট ফেরদৌস আহমেদ বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করায় তিন বছরের শিশু তাসনিয়াকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। আমরা ঘাতক এডভোকেট ফেরদৌস আহমেদকে শাস্তির দাবি জানায়।