
কাপ্তাই প্রতিনিধি :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসুচীর অংশ হিসাবে শুক্রবার (৩ জানুয়ারী) কাপ্তাইয়ে মসজিদে মসজিদে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং মাদকের ব্যাপারে সকলকে সচেতন করা হয়। কাপ্তাই উপজেলা সদর জামে মসজিদে নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জুমার নামাজ শেষে মুসুল্লী এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সকলকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন। এদিকে কর্মসূচীর অংশ হিসাবে কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের মাঝে মাদক বিরোধী লিফলেট বিতরণ ও প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হয়। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দেওয়া এই লিফলেট বিতরণ করা হয়। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী’র নেতৃত্বে লিফলেট বিতরণ ও প্রচারনা কার্যক্রম পরিচালিত হয়। জুমার নামাজ শেষে বিপুল সংখ্যক কিশোর,যুবক ও বয়স্ক মুসল্লিদের মাঝে মাদক বিরোধী লিফলেট গুলো বিতরণ করা হয়েছে। এছাড়া কাপ্তাইয়ের বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোগে শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।