রাঙ্গুনিয়ায় সাংবাদিকের ক্যামেরা ছিনতাই আটক ১

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় উপজেলার মরিয়মনগর ডিসি সড়কের সন্তোষ বাবুর ঘাট থেকে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় ছিনতাই হওয়া স্থানীয় এক সাংবাদিকের ক্যামরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম জাহাঙ্গীর আলম ওরপে বদি জাহাঙ্গীর (৩০)। সে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড মৃত আমিরুজ্জামানের ছেলে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে ছিনতাইয়ের বিষয়ে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত থাকে জেল হাজতে প্রেরণ করে । পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে এর আগেও রাঙ্গুনিয়া থানায় হত্যা ও পরিবেশ আইনে পৃথক দুটি মামলা ছিল। ছিনতাইয়ের স্বীকার মো. জাবেদ বলেন, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় আমি স্থানীয় সংবাদকর্মী ইসমাঈল হোসেনের ক্যামরাটি নিয়ে সিএনজি অটোরিক্সা যোগে ধামাইরহাট থেকে মরিয়মনগরে যাচ্ছিলাম। আমাদের গাড়িতে আরও ৩ জন যাত্রী ছিল। যাওয়ার পথে মরিয়মনগর ডিসি সড়কের সন্তোষ বাবুর ঘাটা এলাকায় এলে ৩ জন মুখোশধারী লোক অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে মারধর করে আমার হাতে থাকা ডিএসএলআর ক্যামরা ও মুঠোফোনটি নিয়ে নেয়। এছাড়া অন্য যাত্রী খোরশেদা বেগমের ৩ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি আংটি সহ অন্যান্য যাত্রীদের মুঠোফোন ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরে আমি সহ অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে থানায় মামলা দায়ের করি।” রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাঈল হোসেন জুয়েল বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় আমরা গোপন সংবাদে অভিযান চালিয়ে বুধবার দুপুরের দিকে একজনকে গ্রেপ্তার করি। তার স্বীকারোক্তি অনুযায়ী বাকী আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’ উত্তর রাঙ্গুনিয়া ধামাইরহাট এলাকার ব্যবসায়ী ও ইউপি সদস্য কাজী মঈন জানান, ইদানিং এই সড়কে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েকমাসে এই সড়কে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর ঘটনা সহ পৃথক ৩টি ঘটনা ঘটেছে। এরমধ্যে গুলিবিদ্ধ হয়ে একজন ইউপি সদস্য মো. শাহ আলম ও অন্য এক যুবলীগ নেতা কাঞ্চন আহত হয়েছিলেন। ছিনতাই রুখতে মরিয়মনগর ডিসি সড়কে পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা করা সহ পুলিশি টহল জোরদার করা জরুরী বলে তিনি জানান। রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরিয়মনগর ডিসি সড়কে ছিনতাই রুখতে পুলিশি টহল জোরদার করা হবে । ছিনতাই সহ যেকোন ধরণের অপরাধ রুখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত