‘অপসংস্কৃতির যুগে দেশীয় সংস্কৃতির চর্চায়’ এই শ্লোগানে পথ চলা স্বদেশ আবৃত্তি সংগঠনের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী গতকাল ৩ জানুয়ারী সন্ধ্যা ৫:৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দেশবরেণ্য স্বাধীনতা পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, স্বদেশ আবৃত্তি সংগঠনের রাঙামাটি শাখার সাারণ সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর

কমান্ডার মোজাফ্ফর আহমেদ, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক ও সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি হাসান জাহাঙ্গীর। স্বদেশ আবৃত্তি সংগঠনের সূচনা এবং ৫ বছরের কমর্কান্ড নিয়ে স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সেিলম ভূঁইয়া।
বক্তারা বলেন আবৃত্তিচর্চা বাংলাদেশকে গড়ে তুলছে একটি অসাম্প্রদায়িক ও মানবিক দেশ হিসেবে। এর মাধ্যমে তরুণদের মধ্যে গড়ে উঠেছে দেশপ্রেম ও মমতাবোধ। "স্বদেশ" সংগঠনটির এই প্রোগ্রামের

শ্লোগান "মুজিব মানে মুক্তি" মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে চলার এক অনন্য উপমা।
একক আবৃত্তি করেন আমন্ত্রিত দেশবরেণ্য স্বাীনতা পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, আবৃত্তিশিল্পী মাহফুজুর রহমান, আখতারী ইসলাম, দিলরুবা খানম, গৌতম চৌধিরী, নাসরিন ইসলাম, তাসকিয়াতুন নুর তানিয়া, সুমনা চাকমা, সেলিম রিজা সাগর, এহতেশামুল হক, সাইদুল করিম সাজু, জাহেদ হোসেন রনি, মেজবাহ চৌধুরী, সুজয় দে, অনিক দাশ এবং স্বদেশ আবৃত্তি সংগঠনের কবি
রিপন দাশ , ফারুক হোসেন, নুসরাত জাহান পুষ্প, সানজিদা রহমানসহ অন্যান্যরা দ্বৈত আবৃত্তি করেন- সাদ হাসান ও অনামিকা দাশ দলীয় পরিবেশনাঃ - বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন - নিমার্ণ আবৃত্তি অঙ্গণ - কণ্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্র - অক্ষর আবৃত্তি পাঠশালা, নির্মান আবৃত্তি অঙ্গণ, বর্ণ আবৃত্তি পাঠশালা, গৌরি ললিত কলা কল একাডেমী এবং স্বদেশ আবৃত্তি সংগঠন ।

উদ্বোধনী দিনে লেখক ও গবেষক ও স্বদেশ আবৃত্তি সংগঠনের উপদেষ্টা ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়াজী, প্রধান আলোচক কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, বিশেষ অতিথি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া।