রাউজানে দানশীল ব্যাক্তিত্ব সুপতি বড়ুয়ার স্মরন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

আব্দুল আউয়াল মুন্না, চট্টগ্রাম প্রতিনিধিঃ

রাউজান উপজেলার পুর্ব আধাঁর মানিক খ্যাতি পাড়ায় মানিক বৌদ্ধ বিহারের দায়ক বিশিষ্ঠ সমাজ সেবক, দানশীল ব্যাক্তত্ব, খ্যাতিপাড়া সমাদর ক্লাবের উপদেষ্ঠা প্রয়াত সুপতি রঞ্জন বড়ুয়ার স্মরন সভা উপলক্ষে স্মৃতি চারন সভা ২৮বুদ্ধের মন্দির উৎসর্গ, সংঘদান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩রা জানুয়ারী শুক্রবার সকালে এই মহা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র ত্রিপিটিক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয় । বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথেরর সভাপতিত্বে উক্ত স্মৃতি চারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি শিক্ষাবিদ সুনন্দ মহাথের। খ্যাতি পাড়া সমাদর ক্লাবের সাধারণ সম্পাদক তরুন সংগঠক সঞ্জয় বড়ুয়া মুন্নার সঞ্চালনায় স্মরন সভার শুভ উদ্বোধন করেন খ্যাতিপাড়া মানিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমন বংশ মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম-মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম-সাধারণ সম্পাদক ভদন্ত করুনাশ্রী থের। পঞ্চশীল প্রার্থনা করেন মানিক বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিলন কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মানিক বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা রতন বড়ুয়া, অবসর প্রাপ্ত শিক্ষক পবিত্র রঞ্জন বড়ুয়া, বিশিষ্ঠ কির্তনিয়া বাবু মুকুন্দু বড়ুয়া, বীমা কর্মকর্তা মৃদুল কান্তি বড়ুয়া সাংবাদিক রতন বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক সুদত্ত বড়ুয়া, ইউপি সদস্য চন্দ্রসেন বড়ুয়া, ভাস্কর্য্য শিল্পি অলক বড়ুয়া, সাংবাদিক রঞ্জন বড়ুয়া রকেট, সাংবাদিক মোহাম্মদ সুমন, সাংবাদিক হাবিবুর রহমান, বাবু বরুন বড়ুয়া, ডাক্তার নয়ন কান্তি বড়ুয়া, খ্যাতি পাড়া সমাদর ক্লাবের সভাপতি কিরন বড়ুয়া উপদেষ্ঠা সুলভ বড়ুয়া, সহসম্পাদক প্রনয় বড়ুয়া, সহ-সম্পাদক অশোক বড়ুয়া, উপদেষ্ঠা বিজয় বড়ুয়া অনিমেষ সহ ভিক্ষু সংঘ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত