চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রাম সিইপিজেড এলাকায় আজ রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) ইয়ং অ্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কারাখানার লিফট ছিঁড়ে এক শ্রমিক মারা গেছেন। নিহত আব্দুল মান্নান (৩৩) ইপিজেড থানার ৪১ নম্বর ওয়ার্ডের ওয়াহাব চৌধুরী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি ওই কারখানায় জুনিয়র অপারেটর পদে কর্মরত ছিল। কারখানার দোতলা থেকে নিচে নামার সময় লিফটের তার ছিঁড়ে যায় জানিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক শীলব্রত বড়ুয়া গনমাধ্যমকে বলেন, লিফট ছিঁড়ে আহত এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।